
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
নারীবাদী লেখিকা কামিনী রায় ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক-এর প্রয়াণ দিবস উপলক্ষে টাঙ্গাইল শিশু একাডেমি প্রাঙ্গণে আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে মাটির মা ফাউন্ডেশন, টাঙ্গাইল জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাদল চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি, পদক্ষেপ বাংলাদেশ, ঢাকা। আলোচনায় অংশ নেন লুৎফর রহমান, নির্বাহী পরিচালক, ছায়ানীড় প্রকাশনী; রেখা আক্তার, সহকারী অধ্যাপক, কুমুদিনী সরকারি কলেজ; এবং গবেষক ড. আলী রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথ মজুমদার পিংকু, শিক্ষক ও সাংবাদিক; সৈয়দ সাইফুল্লাহ, পরিচালক, স্বরচিত আবৃত্তি একাডেমি; এবং আফরিনা হোসেন, প্রভাষক, কুমুদিনী সরকারি কলেজ।
স্বাগত বক্তব্য রাখেন ফিরোজ আহমেদ বাচ্চু, উপদেষ্টা, মাটির মা ফাউন্ডেশন। সাংগঠনিক রূপরেখা উপস্থাপন করেন হোসাইন মইন, প্রকাশনা সম্পাদক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন শামীম আল মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খন্দকার নিপুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, টাঙ্গাইল। শিশু-কিশোর ও অভিভাবকদের জন্য উন্মুক্ত এ আয়োজনে স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।




