দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে নাল্লাপাড়া চৌরাস্তা মন্ডল প্লাজায় দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও আইয়ুব ইসলাম (বুলবুল) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামীমুর রহমান খান শামীম। প্রধান বক্তা ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার-নাগরপুর এর এমপি প্রার্থী মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিবেশক মালিক সমিতির উপদেষ্টা তারিকুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি খোকন খান, জেলা পরিবেশক মালেক সমিতির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সূত্রধর, জেলা পরিবেশক মালিক সমিতির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মুনীর সাদাত, দেলদুয়ার বাজার বণিক সমিতির সভাপতি এস এম ছবুর আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দরা, সংগঠন ও ব্যবসায়ীদের বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রথম পর্বের শেষ পর্যায়ে সভাপতির বক্তব্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জানিয়ে দেওয়া হবে বলে জানান নেতাকর্মীরা।