
মোঃ আয়নাল হক ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
রৌমারীর নৌ-বন্দর ফলুয়ারচর নৌঘাটে সপ্তাহ ব্যাপি গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকা খেলার পিপাসুরা অংশগ্রহণ করেন । গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের প্রতিযোগিতা উপভোগ করতে সকল পেশাজীবীর মানুষ ঘন্টার পর ঘন্টা রৌমারী উপজেলার নৌ-বন্দরে এসে আনন্দভোগ করতে হাজার হাজার দর্শনার্থীরা ভির জমায়। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরই যেন গ্রামবাংলার এই খেলা জীবিত থাকে এমন দাবী গ্রামগঞ্জের সাধারণ মানুষদের।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার শেরেবাংলা, রৌমারী উপজেলার কাঠাল বাড়ীর হাওয়ার তরী , রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের মা বাবার দোয়া, গাইবান্ধা জেলার কামারজানির বাংলার বাঘসহ সেমিফাইনালে চারটি নৌকার প্রতিযোগিতা হয়। এবং ফাইনাল ম্যাচে শেরেবাংলা এবং মা বাবার দোয়া, দু”টি নৌকার জোরায় দু”টি নৌকা ১ম স্থান অধিকার করে সমানভাবেই জয়ী হওয়ায় দুটি নৌকার মালিককেই ফাষ্ট প্রাইজ মহিষ দিয়ে পুরস্কৃত করেন কমিটি পক্ষ।
আয়োজনে রৌমারী উপজেলার বন্ধবেড়র ইউনিয়নের স্থানীয় নেতৃত্ববৃন্ধরা এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হাশেম মাষ্টার ও বিশিষ্ঠ ব্যবসায়ী, নৌকা বাইচ খেলাটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর আলম হিরো। নৌকা খেলার প্রাইজ সমূহ ফাষ্ট প্রাইজ মহিষ, সেকেন্ড প্রাইজ গরু, থার্ড প্রাইজ ফ্রিস, চতুর্থ প্রাইজ খাসি, এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান চেয়ারম্যান সাবেক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাাফিজুর রহমান রঞ্জু , বন্দবেড়র ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল আজিজ,বাংলা টিভির রৌমারী প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক স্বাধীন মত রৌমারী প্রতিনিধি আয়নাল হক, আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন রৌমারী থানার এসআই আনারুল, এসআই শাহনেওয়াজসহ সদস্যরা, এছাড়াও উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরাসহ সকল শ্রেনিপেশার মানুষ।