টাঙ্গাইলের বাসাইলে ট্রেডমার্ক না থাকায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর)দুপুরে বাসাইলে ট্রেডমার্ক না থাকায় ঢাকার কিং বেকারিকে ১০ হাজার টাকা, ময়না মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, বিএসটিআই ২০১৮ এর ৩০ ধারায় দুই ব্যবসায়ীকে দুটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ও টাঙ্গাইল বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃখালেদ হোসেন। পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন এই অভিযান অব্যাহত থাকবে।