"বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ভালুকায় ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা/২০২৫ এর উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষমেলার প্রথম দিনে উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ'র সভাপতিত্বে এবং ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। বিশেষ অতিথি ছিলেন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজুর মাহমুদ, সুকান্ত পাল, গোপাল দেবনাথ, উথুরা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, আংগারগাড়া বিট কর্মকর্তা নজরুল ইসলাম, মেহেরাবাড়ী ক্যাম্প অফিসার মোঃ মানিক মিয়া সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।