
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
জনপ্রিয় গীতিকার আব্দুল আউয়ালের লেখা রোমান্টিক গান “পৃথিবীর সবকিছু (Prithibir Shobkisu)” আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। গানটি প্রকাশ করেছে এবং বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন করছে SAR Music World।
জনপ্রিয় গীতিকার আব্দুল আউয়াল এর কথায় “পৃথিবীর সবকিছু” গানে ফুটে উঠেছে— ভালোবাসা ছাড়া জীবনের কোনো আয়োজনই পূর্ণতা পায় না। প্রতিটি লাইনে অনুভূতির সজীবতা এবং গভীর আবেগ শ্রোতাদের স্পর্শ করবে বলেই বিশ্বাস করছেন সংশ্লিষ্টরা।
“পৃথিবীর সবকিছু যদি এনে দাও, নেবো না আমি কিছু তোমাকে ছাড়া…
সৃষ্টি জগতের কোনো আয়োজন হয় না সফল ভালোবাসা ছাড়া।”
এই ধরনের সহজ অথচ হৃদয়গ্রাহী উপস্থাপনাই আব্দুল আউয়াল এর গীতিকার হিসেবে ভিন্ন মাত্রায় পরিচিতি রয়েছে।
আব্দুল আউয়ালের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক ও সুরকার জিয়াদ সিদ্দিক। তার সুর ও আবেগঘন পরিবেশনা গানের কথার সঙ্গে এক অনবদ্য সঙ্গতি তৈরি করেছে। সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব, যিনি গানের আবহকে আধুনিক বাদ্যযন্ত্র ও কোমল সুরের সমন্বয়ে সাজিয়েছেন।
গানের ভিডিও চিত্রায়ণ করেছেন ওকাবা চৌধুরি। ড্রোন অপারেশনে ছিলেন আক্তার হোসেন আকিব, আর সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন সোহান আহমেদ। ফলে শুধু গান নয়, ভিজ্যুয়াল দিক থেকেও দর্শকদের কাছে এটি হবে একটি পূর্ণাঙ্গ রোমান্টিক অভিজ্ঞতা।
গানটির বিষয়ে কণ্ঠশিল্পী জিয়াদ সিদ্দিক বলেন,“আব্দুল আউয়ালের লেখা এই গানটি আমার কাছে খুব বিশেষ। এর প্রতিটি লাইনে যে আবেগ আছে, সেটি আমি নিজের কণ্ঠে প্রাণ দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতারা গানের কথা ও সুরে নিজেদের প্রেম-অনুভূতি খুঁজে পাবেন।”
প্রকাশনা সংস্থা SAR Music World জানিয়েছে, সুস্থ ধারার সঙ্গীত নিয়ে কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য। আব্দুল আউয়ালের লেখা এই গানকে তারা সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন।
প্রেম, আবেগ আর অনুভূতির অনন্য সংমিশ্রণে সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়েছে। গীতিকার হিসেবে আব্দুল আউয়ালের যাত্রার এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই সংগীত মহল মনে করছে।