
সাজেদুল ইসলাম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরের বাগবাড়ি গ্রামে বাঁশ ঝারের পাশের এক গাছ থেকে মোছা: হালিমা(৪৫) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় লাশটি উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ। হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছা: হালিমা গত কাল তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়ি ভূঞাপুরে আসে। পরে সকাল ৭ টায় তার বাবার বাড়ির বাঁশ ঝারের পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন ।
প্রত্যক্ষদর্শী আবির, গফুর আলী ও নাজমা বেগম বলেন, সকালে আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ লোকজনের চিৎকার শুনে আমরা লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে দেখি এক মহিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে থানায় খবর দিলে তাদের সহযোগিতায় গাছ থেকে মরদেহটি নামানো হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন- খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।