
মোঃ আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম) সংবাদদাতা:
মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন, শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মায়ের দুধের বিকল্প নেই,
এপ্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সাপ্তাহ পালন করা হয়। গতকাল: ২৬ আগস্ট ২০২৫ ( মঙ্গলবার)বেলা ১১টায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা শহর প্রদিক্ষণ শেষে স্বাস্থ্যসেবা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএ সামাদ, মোতাহার হোসেন (AFC), আমিনুল ইসলাম প্রজেক্ট অফিসার, নাবুল খান হেল্থ কেয়ার অফিসার, এনামূল হক,আনিচা বেগমসহ অনেকেই।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ডাক্তার, নার্সসহ সবাই উপস্থিত ছিলেন।
আয়োজনে: জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং সহযোগিতায়: এ্যাকশন এগেইন স্ট হাঙ্গার ( ACF) এবং ফ্রেন্ডশিপ, ও বাস্তবায়নে: উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স রৌমারী।
সভায় জানানো হয়, মাতৃদুগ্ধ পানে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। আগামীতে জনসচেতনতা বৃদ্ধি করে মাতৃদুগ্ধ পানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে।
তাহলে আমাদের দেশের সাধারণ মায়েদের মধ্যে মাতৃদুগ্ধ পানের শতকার হার ৫০ ভাগের ঊর্ধ্বে নিয়ে যেতে সক্ষম হবো। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীর পাশাপাশি সমাজের সকল শ্রেণির নাগরিকের সহযোগিতা কামনা করা হয়।