টাঙ্গাইলের কালিহাতীর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার বল্লা এলাকার মোহাম্মদ আলী মাস্টারের দুই ছেলে মফিজুর রহমান ও শফিকুল ইসলাম। তারা দুজনে সহদর ভাই।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন জানান,গ্রেপ্তারকৃত দুই ভাই মফিজুর রহমান ও শফিকুল ইসলাম ১০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এএসআই রায়হান আলী মোল্লার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় তাদের নিজ বাড়ি বল্লা বড়বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।রোববার তাদেরকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।