
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (২০ আগষ্ট) সকালে বৃহত্তর ময়মনসিংহের লৌহ-মানব বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকীতে সরিষাবাড়ী মূলবাড়ী গ্রামে মরহুমের কবরে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ। সে সময় তাদের সাথে ছিলেন- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ও মরহুমের ভাতিজা ফরিদুল কবীর তালুকদার শামীম।
জামালপুর জেলার কৃতি সন্তান বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম রাজনীতিবিদ।
তিনি ১৯৯৯ সালের এই দিনে ৬২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬ তম মৃত্যুবার্ষিকীতে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালী, মরহুমের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ, মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, স্মরণ সভা, কাঙ্গালী ভোজসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।