
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলে জাকজমকপূর্ণ আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য শেষে নিরালা মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড হবিবুর রহমান প্লাজার এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট শামীম আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক,জেলা সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন,সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক খান নিক্সন,জেলা স্বেচ্ছাসেবক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন জুয়েল।
এ সময় টাঙ্গাইল জেলা, উপজেলা ও শহরের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।