
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান।
বক্তারা বলেন, যুব সমাজকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করতে হলে সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং বহুপাক্ষিক সহযোগিতা জরুরি। এর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুব-যুবতী, তাদের অভিভাবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নির্বাচিত যুবকদের মাঝে স্মারক ও চেক প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত সবার মাঝে শপথ বাক্য পাঠ করান।




