
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার(১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষনের সনদ বিতরণ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আকলিমা বেগমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন,বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়ইনুল হোসেন,বাসাইল বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো: মিলন ইসলাম,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই আহতরা প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হযরত আলী।