
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ে ছাদের পলেস্তার ধসে ২ শিক্ষার্থী আহতের ঘটনা ঘটেছে। রোববার বিকালে উপজেলার উত্তর গুনারীতলা সুলতান মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি কক্ষে এ ঘটনা ঘটে।
ঐ শ্রেণির বিজ্ঞান বিষয়ে পাঠদান করাচ্ছিলেন এক শিক্ষিকা হঠাৎ উপর থেকে ছাদের ভীম (পলেস্তারা) ভেঙে দুই শিক্ষার্থীর উপর পড়ে।
ঘটনাস্থলেই গুরুত্বর আঘাত পেয়ে সাঈম এর বাম হাতের হাড় ফেটে যায়। সে গুনারীতলা উত্তর পাড়ার সোহেল রানা ছেলে এবং ইয়াসিন একই এলাকার রবিউল এর ছেলে । একই শ্রেণির ইয়াসিন (১২) মাথায় আঘাত পেয়ে হালকা ফেটে যায়’ তবে সেলাইয়ের প্রয়োজন হয়নি।
এ ব্যাপারে আহত শিক্ষার্থী সাঈম ও ইয়াসিন জানায় শ্রেণি কক্ষে স্যার ক্লাস নিচ্ছেন হঠাৎ করে উপর থেকে ছাদের ভীম ভেঙ্গে আমাদের উপর পড়ে আমরা আহত হই এবং হাসপাতাল থেকে এসে বর্তমানে বাড়ীতেই চিকিৎসাধীন আছি।
শিক্ষার্থী আব্দুল্লাহসহ অনেকে জানায় ছাদের ভিম ভেঙে উপরে পড়ে এ জন্য আমাদের ভয় করে, এ জন্যই স্কুলে যায়নি আমরা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ জাহান জানান গতকাল বিকালে ৫ম শ্রেণিতে শিক্ষক পাঠদানরত অবস্থায় হঠাৎ করে শিক্ষার্থীদের উপর ছাদের ভিমের পলেস্তারা ধসে পড়ে সাঈম ও ইয়াসিন নামে দুজন শিক্ষার্থী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করি । সাথে সাথেই বিষয়টি টিও এবং এটিও স্যার কে মোবাইলে জানিয়েছি। আমি ও শিক্ষিকাদের নিয়ে উভয়ের খোঁজ খবর নিচ্ছি।
বিদ্যালয় ভবন জরাজীর্ণ’ এমন অবস্থায় আমরা আগেই আবেদন দিয়েছি নতুন ভবনের জন্য।
উপজেলা শিক্ষা অফিসার নূরুল আমিন জানান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে অবগত করেছে। ইঞ্জিনিয়ার কে সাথে নিয়ে পরিদর্শন করতে যাবো ভবনের অবস্থা যদি ব্যবহার অনুপযোগী হয় তাহলে পরিত্যাক্ত ঘোষনা করবো।