
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ আগস্ট) শহরের শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ অনুষ্ঠান পালিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার সেচ্ছাসেবীদেরকে নিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম,এনপিবি নিউজের সম্পাদক আল হাদী তালুকদার ও টিএসএফের পরিচালক তানভীর আহাম্মেদ রুবেল।
বক্তারা বলেন,রক্ত দেওয়ার কারণে মানুষের মাঝে সম্পর্ক বেড়ে যায়,তাই বেশি বেশি রক্ত দান করতে হবে।সকল প্রকার সামাজিক কাছে আপনারা নিয়োজিত থাকবেন।
অনুষ্ঠানে ৪ জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরত্বপুর্ণ ভূমিকা রাখায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া প্রায় ২০ জনের মতো অসহায় মানুষকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এর আগে স্বেচ্ছাসেবীদের বিশাল একটি র্যালি শহরের গুরত্বপুর্ণ সড়ক প্রাদক্ষিন করেন।