
ভালুকা উপজেলা প্রতিনিধি
জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে সরকারি রাস্তার উপর ফসলের চাষ ও পোল্ট্রির বিষ্ঠা ফেলার গর্ত তৈরি করে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে এরশাদুল নামে এক ব্যাক্তির পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে রাস্তা পরিস্কার করার আদেশ থাকলেও ফসল চাষ ও পোল্ট্রির বিষ্ঠা ফেলা বন্ধ হয়নি।
একাদিক অভিযোগ সূত্রে জানাযায়, বাটাজোর মুচিরা ও পালগাঁও মৌজার ৭৪৩, ৯৬৩ নং দাগে সরকারি খাস রাস্তা জবর দখল করে নিয়েছে।
মৃত নিয়ত আলীর ছেলে আফাজ উদ্দিন (৫০), হাবিবুর রহমান (৪৫), হাসেন আলী (৪০), হিম্মত আলীর ছেলে আবুল কাশেম, মৃত আরফত আলীর ছেলে জাহিদুল (৩২), আব্দুল গফুরের ছেলে বানিজ মিয়া। উল্লেখিত ব্যাক্তিরা সরকারি রাস্তার উপর লেয়ার পোল্ট্রি ফার্ম নির্মাণ করে ও তাতে গর্ত করে বিষ্ঠা ফেলেছে। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর রাস্তা জবর দখল থেকে উদ্ধার প্রসঙ্গে অভিযোগ করলে তিনি ভূমি সহকারী কর্মকর্তাকে সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন। ঘটনার পর চলতি বছরের ৬ ফেব্রুয়ারী সরকারি সার্ভেয়ার দ্বারা চারশো ফিট রাস্তার ৮টি সিমেন্টের খুটি পুঁতে রাস্তা বের করেন কাচিনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা। কিন্তু উল্লিখিত ব্যাক্তিরা পুনরায় রাস্তায় স্থাপনা নির্মাণ ও চারা বপন করে জবর দখল করেন। এ ঘটনার পর রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রতিবেদনটি জেলা প্রশাসককে পাঠানো হলে সেখানেও রাস্তায় উচ্ছেদের নোটিশ আসে। এমতাবস্থায় উল্লেখিত ব্যাক্তিরা সরকারি বিভিন্ন দপ্তরের নির্দেশনা থাকার পরও রাস্তা জবর দখল না ছাড়লে সরকারি নতুন বাজেটে রাস্তা মেরামতের জন্য এলাকার সর্বসাধারণের পক্ষে এরশাদুল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। রাস্তাটি সরকারি ভাবে মেরামত করে সর্বসাধারণের চলাচলের সু ব্যবস্থা করবে কর্তৃপক্ষ এমনটাই আশা করছেন এলাকাবাসী।