
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক শামসুদুল আলম শামীম, সাধারণ সম্পাদক(এনটিভি ও আমাদের দেশ পত্রিকার সাংবাদিক) মহাব্বত হোসেন,সুশীল সমাজের সভাপতি হামিদুল হক মহন,ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুসহ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্য দিবালকে সাংবাকিক তুহিনকে হত্যা গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় হুমকি। অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে সর্বচ্চ শাস্তির নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।