
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইল সদর উপজেলার বাউসা এলাকায় মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামের পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইলের মিনি স্টেডিয়ামটি উদ্বোধন করেন তিনি।
এ সময় টাঙ্গাইল প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার , সহকারী কমিশনার (ভূমি), মো. মকবুল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ, দাইন্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, এলাকার বিভিন্ন গণ্যমান্য এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।