ময়মনসিংহের ভালুকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, সৈরাচার হাসিনা সরকার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ভালুকা উপজেলা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়ন দলের একাংশের নেতাকর্মীরা।
মঙলবার বিকালে ভালুকা উপজেলা অটো টেম্পো সিএনজি শ্রমিক ইউনিয়ন দলের সভাপতি মোঃ আরমান মিয়া সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ কার্যকরী সভাপতি আরিফুল ইসলাম আরিফ সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ মিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মিয়া পাঁচ রাস্তার মোড় রোড পরিচালনা কমিটি সভাপতি এস এম সোহাগ মিয়া সাধারণ সম্পাদক দুলাল মিয়া এ নেতৃত্বে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষে হয়। এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি নেতারা সরকারের নানা অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।