
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় অজ্ঞাত আসামী হিসেবে যুবলীগ নেতা কে আটক করেছে পুলিশ । সোমবার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার এর পিছন থেকে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে যুবলীগ নেতা মোর্শেদুর রহমান মানিক কে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ । সে জোনাইল দারোগাবাড়ী নঈমদ্দিন এর ছেলে এবং মাদারগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মোর্শেদুর রহমান মানিক (৪০)।
উল্লেখ্য যে, গত ২০২২ সালের ২২ শে আগস্ট গাবের গ্রাম বাজারে বিএনপির কর্মসূচীতে হামলার ঘটনায় গত ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামী হিসেবে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মানিক কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান নাশকতা মামলায় তদন্ত প্রকাশিত আসামী হিসেবে যুবলীগ নেতা কে আটক করে মঙ্গলবার দুপুরে জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।