
খালেদ বীন আব্দুল আজিজ ধামরাই ঢাকা প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে টাকা লেনদেনের আপোষ মিমাংসার বিচারে বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে আবুল কাশেম গংদের বিরুদ্ধে।
এঘটনায় মো. মুন্নাফ বাদি হয়ে চারজনকে আসামী করে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন, মো. মুন্নাফ (৪৮) ও তার ছেলে সাদিকুর রহমান (২২)।
অভিযুক্তরা হলেন, বাবা ও ছেলে দুইজন আহত হয়েছেন, থানায় ১। আবুল কাশেম (৫০) পিতা-মৃত আব্দুর রহমান, ২। যোবায়ের (২৬) পিতা-আবুল কাশেম, ৩। দাউদ আলী (৬০) পিতা-মৃত আব্দুর রহমান, ৪। লিটন (৫০) পিতা-আবুল হোসেন। অভিযুক্তরা সকলেই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সোমভাগ ইউনিয়নের মো. মুন্নাফের বাড়িতে তার ভাইদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে আপোষ মিমাংসার উদ্দেশ্যে শালিস দরবার বসে। শালিস দরবার চলা কালীন সময়ে উল্লেখিত বিবাদীরা উদ্দেশ্যে প্রণোদিতভাবে মুন্নাফকে গালিগালাজ করে। গালিগালাজ এর প্রতিবাদ করায় অভিযুক্তরা মুন্নাফকে এলোপাথারীভাবে মারধর করে। একপর্যায়ে ২নং বিবাদীর হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে মুন্নাফের মাথায় স্বজোরে কোপ মেরে ও বাম হাতের আঙ্গুলে কামড় দিয়ে মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে।
এক পর্যায়ে ডাকচিৎকার শুনে বাদির ছেলে বাবাকে বাচাঁতে এগিয়ে আসলে তাকেও জখম করে অভিযুক্তরা।