কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ভেকু ও ড্রেজারের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়াল ডাঙ্গা জিঞ্জিরাম নদীতে। মোবাইল কোর্টের মাধ্যমে একটি ভেকু ও একটি ড্রেজার মালিককে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধা ৭টার দিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার এ অভিযান পরিচালনা করেন। এসময় সঙ্গে ছিলেন পুলিশের একটি চৌকস ট্রিম। অভিযানের সুত্র ধরে জানা গেছে চর লাঠিয়ালডাঙ্গা জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে ভেকু ও ড্রেজার দ্বারা মাটি উত্তোলনের সময় তাদের কে আটক করা হয়।
এ সময় রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গি গ্রামের আব্দুস ছামাদের ছেলে ভেকু মালিক আব্দুস ছত্তারকে ৫০ হাজার টাকা এবং ড্রেজার মালিক রাজিবপুর টাঙ্গাইলা পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে এমদাদুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলায় অবৈধ ভেকু, কাকড়া ও ড্রেজার মেশিন ব্যবহার করে খালবিল ও ফসলি জমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করে আসছে। এ নিয়ে রৌমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিকারের জোরালো প্রতিবাদ ওঠে।
ইতোপূর্বেও একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও জেল প্রদান করা হলেও দুষ্কৃতিকারীরা বারবার একই কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তবে এবার ইউএনও’র কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের অনেকেই প্রকাশ্যে কথা বলার সাহুস না পেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহুসী ভূমিকার প্রশংসা করেছেন। নীরব কৃষক সমাজ মনে করছেন, প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকলে ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সম্ভব।