
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
এনসিপির পদযাত্রা ও সমাবেশে বিন্দুবাসীনির ছাত্রদের ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন,টাঙ্গাইলের বিগত ইতিহাসে বিন্দুবাসীনির ক্লাস বাদ দিয়ে কোন রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেননি। অথচ গতকাল শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য ক্লাস থেকে বের করে নিয়ে আসে। শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। গতকাল বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই ইস্যু নিয়ে। তাই আমরা দাবি জানাচ্ছি এনসিপিকে ক্ষমা চেতে হবে স্যারদের কাছে।
এসময় বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। এবং শিক্ষার্থী বক্তব্য রাখেন। তারা বলেন ক্ষমা না চাইলে ভবিষ্যতে আরও বিশাল কর্মসুচি ঘোষণা করা হবে।