বাঙ্গালির অধিকার আদায়ের অগ্রপথিক মাওলানা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার(২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের নিড়ালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী ছিলেন কৃষকের নেতা, গণমানুষের কণ্ঠস্বর। তিনি আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। আমরা তাকে শুধু একজন রাজনৈতিক বিশ্লেষক নয়, বরং জাতির পিতার মর্যাদায় দেখার পক্ষপাতী।
তিনি আরও বলেন,টাঙ্গাইল হলো বাংলাদেশের রাজনৈতিক সুতিকাগার। ভাসানীর নেতৃত্বে টাঙ্গাইল ও আসাম থেকে যে লড়াই শুরু হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে তিনিই প্রথম বলেছিলেন, তাদের ছায়াতলে বাঙালিদের বাঁচা সম্ভব নয়।
নাহিদ ইসলাম আরও বলেন,মাওলানা ভাসানী ছিলেন সাহসী বীর। তিনি বলেছিলেন, আমরা দিল্লি ভেঙেছি দাসত্ব করার জন্য নয়, স্বাধীনতার জন্য। ভারতের বিরুদ্ধে একাই তিনি প্রতিবাদ করেছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের জন্য তিনি সারাজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন,সারজিস আলম বলেছেন মাওলানা ভাসানী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো নেতারা বাংলাদেশের ভিত্তি রচনা করেছিলেন। কিন্তু তাদের অবদান আজও যথাযথভাবে স্বীকৃতি পায়নি। জাতির পিতা হিসেবে একজনকে প্রতিষ্ঠা করা হলেও, সত্যিকারের অবদান রাখা নেতাদের স্মরণ করা হয় না।
নাহিদ ইসলাম ১৯৭৯ সালের গণাভ্যুত্থানে ভাসানীর নেতৃত্বের কথা স্মরণ করে বলেন,ভাসানী বারবার বলতেন আমাদের অধিকার আদায় করতে হলে দায়িত্ব নিতে হবে। সে দায়িত্ব আমাদেরকেই বহন করতে হবে। সেই দায়িত্ব থেকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা।
অনুষ্ঠানে নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টি(এনসিপির) মুখ্য সংসঠক সারজিদ আলম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক সরোয়ার নিভা প্রমুখ।
পদযাত্রায় এনসিপির দক্ষিন অঞ্চলের মুল সংগঠক হাসনাত আব্দুল্লাহ,সিনিয়র সদচ্য সচিব সরোয়ার নিভা,ডা. তাজনুভা জাবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপির নেতৃবৃন্দ টাঙ্গাইলে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় করেন।