
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে পচাঁ মাংস বিক্রির দায়ে এক মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলা ইসলামী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে আমিনুল ইসলাম নামের এক যুবকের কাছে থেকে পঁচা মাংস বিক্রির দায়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পাইকাড়, ও ভেটেরিনারি সার্জন রুবেল হোসাইন, ডাঃ মো: মাহামুদুন্নবী উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রৌমারী।
উপজেলা প্রশাসন জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ধারায় ওই মাংস বিক্রেতার বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়। পচাঁ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মাংস বিক্রি করে জনগণের জীবন ও স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনস্বাস্থ্য রক্ষায় কোনরকম আপস করা হবে না।
স্থানীয়দের মধ্যে এমন অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, বাজারে খাদ্যের মান নিশ্চিতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন ।