
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
দুই দিনে তিন দফা অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ১৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার একটি ঘাটসংলগ্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই আবুল হাসান। গ্রেফতার হওয়া সোহেল রানার কাছ থেকে ১৭০ পিস, নাবিল আহমেদের কাছ থেকে ১৫০ পিস এবং শামীমের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জীবন, মামুন ও রাজীব নামে আরও তিনজন বিক্রিতে সহায়তা করছিলেন।
এর আগে শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বেতিলা চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই তানভীর হোসেন ভূঁইয়া। শেখ আনোয়ারের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, সবুজ ও সিহাব হোসেনের কাছ থেকে ১৫টি করে মোট ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ জুলাই) রাত পৌনে ১১টায় সদর উপজেলার উত্তর সেওতা নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক করে ডিবি। অভিযানে মো. আল আমীনের কাছ থেকে ১০০ পিস এবং মো. মনির হোসেনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। নেতৃত্ব দেন এসআই হিমেল হোসেন।
ডিবির ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, এই অভিযানে যারা গ্রেপ্তার হয়েছে, তারা সবাই পেশাদার মাদক কারবারি। এদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা চলমান রয়েছে। প্রতিটি ঘটনায় আলাদা করে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।