
আবুজর গিফারী, স্টাফ রিপোর্টাঃ
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২২ জুলাই, মঙ্গলবার, বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মুত্তালিব সরকারের উপস্থিতিতে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
মুত্তালিব সরকার জানান যে, বেড়া সমাজ কল্যাণ তহবিল থেকে বেড়া উপজেলার কাশিনাথপুর টাংবাড়ি গ্রামের দরিদ্র শারিরিক প্রতিবন্ধী মোঃ ওহাব আলী শেখের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র মোঃ শিহাব শেখকে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য শিক্ষা সহায়তা বাবদ দশ হাজার টাকা এবং আর্সেনিকের বিষক্রিয়ার আক্রান্ত বেড়া সানিলা গ্রামের মোঃ আদিব হোসেনকে চিকিৎসা সহায়তা বাবদ দশ হাজার টাকার চেক প্রদান করা হয়।