
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে লেবু বাগানে চাষ করা দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এসময় এরশাদ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকায় একটি লেবু বাগানের পাশ থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। আটক এরশাদ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কান্টাহাটি এলাকার ইমান আলীর ছেলে।
পুলিশ জানায়, লোকচক্ষুর আড়ালে দীর্ঘ দিন ধরে লেবু ক্ষেতের ভেতরে দুটি গাঁজা গাছ চাষ করা হয়। বিষয়টি খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ওই বাগানে গিয়ে লেবু ক্ষেতের ভেতর থেকে গাছ দুটি উপড়ে ফেলে উদ্ধার করে। গাছগুলো থানায় নিয়ে ধ্বংস করা হবে। এ সময় এরশাদ নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানা এলাকায় মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কুশুরা বিট অফিসার এসআই জিয়াউর রহমান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কান্টাহাটি এলাকায় এরশাদ নামে এক ব্যক্তি তার লেবু বাগানের পাশে গাঁজা চাষ করছে। এ তথ্যের ভিত্তিতে আজ দুপুরের দিকে তার বাড়ির পেছনে গিয়ে লেবু বাগানের ভেতরে পুরনো দুটি গাঁজা গাছ দেখতে পান। গাছ দুটি উপড়ে ফেলে উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাড়িতেও শুঁকনো গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে আমি নিজে ঘটনাস্থলে এসে এরশাদকে গ্রেপ্তার করি ও দুটি গাছ তার হেফাজত থেকে উদ্ধার করি। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।