
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০-৭-২৫) বিকেলে ভালুকা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।
মিছিলটি ভালুকা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে রুহুল আমিন মাসুদ বলেন, “তারেক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তি করে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এবং তারেক রহমানের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে নয়তো আগামীতে আরও কঠোর কর্মসূচী আসছে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।