টাঙ্গাইল সদর উপজেলার বীরপুশিয়া পশ্চিমপাড়া গ্রামে জাবালে নূরে জামে মসজিদের জায়গা দখল ও গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মসজিদের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ইসমাইল হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জনি মিয়া, স্থানীয় বাসিন্দা মামুনুর রহমান ও মজনু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত সোমবার সকালে স্থানীয় রেজা মিয়া নিজেদের সম্পত্তি দাবি করে মসজিদের জমি দখলের চেষ্টা করেন। এ সময় তিনি মসজিদের পাশে থাকা কয়েকটি গাছ কেটে ফেলেন এবং সাইনবোর্ড ভাঙচুর করেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা আরও বলেন, এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় এই মসজিদটি নির্মিত হয়েছে। এতে দরিদ্র মানুষ পর্যন্ত তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন। তাই এই মসজিদের সম্মান রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।