
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নে বৈদ্যুতিক ট্রান্সমিটা ও খুটি মেরামতের জন্য এলাকাবাসীর নিকট হতে ২০০ টাকা করে উঠানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার (১২ জুলাই) মোঃ জাহাঙ্গীর হোসেন (২৯), ইমরান (২৭), রবিউল করিম (৩৪), আসাদুজ্জামান তুহিন (৩৩) কে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীর মা।
সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) আনুমানিক সকাল ৮টার দিকে সুতিপাড়া ক্লাবের সামনের রাস্তায় আসাদুজ্জামান (৩৭)-কে একদল লোক অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করার প্রতিবাদ করায় অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করেন।
আহত আসাদুজ্জামান জানান, এলাকায় একটি বৈদ্যুতিক খুটি সংস্কারের জন্য এলাকাবাসীর সিদ্ধান্তে আমার উপর দায়িত্ব আসে বাড়ি প্রতি ২০০ টাকা করে উঠানোর। আমি এই টাকা উঠানো শুরু করলে এলাকার অধিকাংশ বাড়ি থেকে টাকা দেয়া শুরু করে। তবে অভিযুক্তরা টাকা দেই দিচ্ছি এবং পরে দিবে না বলে তর্ক শুরু করে। এরপর আমাকে গালিগালাজ করলে আমি প্রতিবাদ করি। প্রতিবাদ করায় জাহাঙ্গীর হোসেন একটি কাঠের লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। তার সাথে থাকা অন্যরা আমাকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মারে, যার ফলে আমার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের সৃষ্টি হয়।আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরে আমাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি ।
আসাদুজ্জামানের মা জাহানারা বেগম বলেন, বর্তমানে অভিযুক্তরা তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্যই আমার পরিবারের নিরাপত্তার জন্য থানায় সাধারণ ডায়েরি করেছি।
ধামরাই থানার উপ পরিদর্শক এস এম কাউসার সুলতান বলেন, এঘটনায় এক পক্ষ অভিযোগ করেছেন আরেক পক্ষ সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।