
আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের মধুপুরে ৫ হাজার আনারস কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (৯ জুলাই ) মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন আনারস বাগানের মালিক মো: হাসমত আলী মঙ্গলবার (৮জুলাই) বিকালে উপজেলার গাছাবাড়ী ইউনিয়নের ডিপকল এলাকায় মো:হাসমত আলী আনারস কাটার এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
হাসমত আলী ছেলে মো: সবুজ মিয়া জানান,মঙ্গলবার বিকালে আমাদের আনারস বাগানের সব আনারস কেটে ফেলা হয়েছে। বাগানে কমপক্ষে ৫ হাজার আনারস ছিল। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আমার বাবা তার মামার কাছ থেকে ক্রয় করে দীর্ঘ ২২ বছর যাবৎ এই জমি ভোগ করে আসছে । তৃতীয় পক্ষের লোক একই এলাকার মো: আমির ছেলে মো: মফিজ (৫০) মো: গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ( ৪৫) ইমান আলীর ছেলে মোঃ খালেক ও মো: শহীনসহ উপস্থিত থেকে আরো ১০-১২ জন লোক নিয়ে পুরো বাগানের আনারস কেটে ফেলে।
স্থানীয়রা জানায়, হাসমত আলী দরিদ্র মানুষ ২২ বছর ধরে তার মামা মোহাম্মদ হাবিবুর রহমান কাছ থেকে কিনে নিয়েছেন। এবং আনারস চাষাবাদ করে সংসার পরিচালনা করেন। তার কষ্টের ফসল আনারস এভাবে যারাই কেটে ক্ষতি করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির জানান, আনারস কেটে ফেলার অভিযোগ পেয়েছি। অভিযোগে চার জনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ তদন্তদের পর প্রকৃত ঘটনা জানা যাবে।