
লেখক বিপ্লব সাহা_________
তুমি যদি ভাবো তোমার জন্য অপেক্ষা করেছি
তবে সে অপেক্ষা অনন্তকালের জন্য নয়।
তুমি যদি ভেবে থাকো
তোমার ছবি হৃদয়ে ধারণ করেছি ,
সেটাও ছিল প্রতিচ্ছবির মতো
সাময়িক সময়ের জন্য।
তবে এটা বাস্তব
তোমার সাথে যতটুকু সময় অন্তরঙ্গ ছিলাম
সেটুকু সময় অযাচিত আনন্দ পেয়েছি ,
তবে কিছুটা কলঙ্কের কালিমাও গায়ে লেগেছে।
তুমি আজ ভাবনার জগতে শুধুই ভাবনা,
তবে তুমি আমাকে ভেবোনা।