বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল সদর-৫ উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_14413" align="alignnone" width="1280"] ছবি: আজবেলা[/caption]
বুধবার (৯ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম, টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো.রাকিব হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সজিব আহমেদ আদি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং আগামীর সবুজ বাংলাদেশ নির্মাণে তাদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বিএনপির দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।