
মোঃ আয়নাল হক রৌমারী ( কুড়িগ্রাম ) সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গণ ও বন্যাকবলিত মানুষের জন্য জিআর এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৯ জুলাই) রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা ত্রাণ শাখার বরাদ্দকৃত ৬ মেট্রিক টন চাল বিতরণের কার্যক্রম শুরু হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সামুসুদ্দিন আহাম্মেদ, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান একে এইচ এম সাইদুর রহমান (দুলাল)।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরশৌলমারী ইউনিয়নের হবিগঞ্জ, সোনাপুর, সুখের বাতি, ঘুঘুমারী, খেদাইমারী, পাখিউড়া সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গনে শত শত পরিবার গৃহহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় বন্যা ও নদীভাঙ্গণ কবলিত এলাকার ২৩৮ পরিবারের জন্য ২০ কেজি করে এবং ১০০ পরিবারের ১০ কেজি করে মোট ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় সাড়ে ৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। তবে কিছু উপকারভোগী উপস্থিত না থাকায় বাকি প্রায় ৫০ বস্তা (৫০ কেজি করে) চাল ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার হালদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সামুসুদ্দিন জানিয়েছেন, অবশিষ্ট চাল আগামীকাল (১০ জুলাই) বাকি উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে।