
আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ প্রতিনিধি।
তাঁতশিল্প রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের জন্য তাঁতযন্ত্র স্থাপন ও তাঁত প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ।
টাঙ্গাইলের ঐতিহ্য ও বাংলাদেশের অন্যতম জি.আই পণ্য টাঙ্গাইল শাড়ির সুনাম ধরে রাখার নিমিত্ত ও সুপ্রশিক্ষিত শ্রমিকের ঘাটতি দূর করার জন্য কারাভ্যন্তরে বন্দিদের মাঝে টাঙ্গাইল শাড়ি উৎপাদনের প্রশিক্ষণের কার্যক্রম চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে বন্দিরা প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবে এবং তারা চারিত্রিক সংশোধনের মাধ্যমে সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে। এদিকে কারাগারের ধারণ ক্ষমতার চেয়ে প্রায় তিনগুন বেশি বন্দি অবস্থান করছে যা সুষ্ঠু কারা প্রশাসন পরিচালনার জন্য বড় অন্তরায়। দুটি ভবন জরাজীর্ণ হওয়ায় ব্যবহারের অনুপযোগী (কনডেম) ঘোষণা করা হয়েছে। বন্দিদের আবাসনের জন্য নতুন ভবন নির্মাণ করা বিশেষ জরুরি। এ সময় উপস্থিতির ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমিন কবির, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি, এম, এ, মুকিত, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীন, জেল সুপার মোঃ শহিদুল ইসলাম,
জেলার মোহাম্মদ হাবীবুর রহমান, প্রবেশন অফিসার মোঃ সৌরভ তালুকদার এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।