
আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
২৮ জুন ২৫ ইং রোজ শনিবার, বেড়া উপজেলার অন্তর্গত আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলা স্কুল মাঠে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সমৃদ্ধি কর্মসূচি কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ে দিন ব্যাপি উন্নয়ন মেলা ও ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানে কৈটোলা ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও একটি পোষ্টার দেয়ালিকা নিয়ে মোট ১০ টি স্টল স্থান পায়। স্টল গুলোতে সমৃদ্ধি কর্মসূচির কৈশোর,যুব ও প্রবীণ ক্লাবের সদস্যরা স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা, কৈশোর কর্মসূচির বার্তা, যুব কর্সুচির বার্তা, প্রবীণ কর্মসুচির বার্তা, পোস্টার, দেয়ালিকা, হাতের বিভিন্ন কাজ, বিভিন্ন পিঠা উৎসব ক্লাবের উদ্যোগে উপস্থাপন ও প্রদর্শন করেন। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, সুরের তালে বালিশ বদল, বালিশ খেলা সহ নানান রকম আয়োজন বিরাজ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম। তিনি বলেন, যুব সমাজ ই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। যুব সমাজকে শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতি সকল ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। মাদক মুক্ত সুন্দর সমৃদ্ধশালী সমাজ গঠনে যুবকদেরকে নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। এছাড়াও তিনি এনডিপির বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মুত্তালিব সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এনডিপি জোনাল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম, কৈটোলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা কামাল পাশা, বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী। আরো উপস্থিত ছিলেন কৈটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ মোহতাসিম বিল্লাহ (খাজা) এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী মেলায় অতিথিরা এনডিপির এই আয়োজনকে সাধুবাদ জানান এবং কিশোর কিশোরীদের মেধার পাশাপাশি শারিরীক উন্নতি হচ্ছে বলেও জানান। এই ধরনের শিক্ষা মূলক আয়োজন বেশি বেশি করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। এরা হলেন, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য এ এইচ এ গিফারী (যুগ্ম সাধারণ সম্পাদক, বেড়া প্রেসক্লাব), ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য মোঃ কামরুজ্জামান প্যারিস, সামাজিক কাজে অবদানের জন্য মির্জা কামাল পাশা, সাংস্কৃতিক ব্যক্তি মোঃ আসাদুজ্জামান। এছাড়াও ১০ জন শ্রেষ্ঠ সন্তান, ১০ জন শ্রেষ্ঠ যুব, ১ জন শ্রেষ্ঠ মেন্টর কে সম্মাননা দেওয়া হয় ও খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রোগ্রামটি সার্বিকভাবে পরিচালনা করেন চিন্ময় কুমার রায়, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী, মোঃ বাপ্পী সরকার, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী। স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং সমৃদ্ধি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা ও স্বাস্থ্য সেবিকা।