
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার.
আত্ন্যাতিক সাধক, বাউল কবি নূর মেহেদী আঃ রহমানের ২য় ওফাত দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী ওরস ও বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাউল নগর,কামারট্যাক এলাকায় “নূর মেহেদী দরবার শরিফে” হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল ।
গত সোমবার ৯ জুন থেকে শুরু হওয়া ওই ওরস ও বাউল মেলা শেষ হয় বুধবার ১১ জুন রাতে।দ্বিতীয় লালন খ্যাত বাউল কবি আঃ রহমান ছিলেন ক্বাদেরীয়া তরিকার পীর ও অসংখ্য বাউল,ভাব-বিচ্ছেদ, মুর্শিদী, ইসলামি সংগীতের গীতিকার ও সুরকার।
বাউল রহমানের ২য় তম ‘ওফাত দিবস’ ও স্মরণসভা উপলক্ষে তিন দিনব্যাপী এই ভাব বৈঠকী, বিচার গান ও নাট্যানুষ্ঠানে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত-অনুরাগী যোগ দেন।
অনুষ্ঠানের প্রথম দিন ৯ জুন সোমবার বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ পরবর্তী বাদ এশা বাউল রহমানের স্মৃতিচারণ ও তার রচিত সংগীত পরিবেশন করা হয়।
দ্বিতীয় দিন পাভেল সরকার ও বেবি নদীয়ার পরিবেশনায় অনুষ্ঠিত হয় গুরু-শিষ্য পালা এং শেষ দিনে মঞ্চায়িত হয় সামাজিক যাত্রাপালা ‘কাজল রেখা’।
দরবারের এক সেবায়েত মেহেদী সোহাগ বাউল বলেন, ‘এখানে সব ধর্মের মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি ও ধরণীর মঙ্গলার্থে প্রার্থনা করা হয়। আমরা গানের মাধ্যমে সেই বার্তা সবার মধ্যে পৌঁছে দিচ্ছি।’
মেলার উদ্দেশ্য নিয়ে দরবার শরীফের বর্তমান পরিচালক বাউল রহমানের সহধর্মিণী শাহানাজ রহমান বলেন, ‘মানুষের চেতনায় মানবতাবোধ জাগ্রত করাই এই বাউল মেলার মূল লক্ষ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই মেলা উন্মুক্ত।’
এদিকে ওরস ও বাউল মেলাকে কেন্দ্র করে কুটির শিল্প,কাঠ-বাঁশ ও মাটির তৈরি শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিলো দোকানিরা।