
আব্দুল্লাহ আল মামুন পিন্টু/টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত নাঈম (১০) ও শাওন (১২) উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিন ও তার ভাই হাবিল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার জানায়, বুধবার বিকেলে দুইজন শিশু নিখোঁজ হয়।পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখতে পাই। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে এলাকাবাসি। দুই কিশোরের কেউ সাঁতার জানে না।
ওসি মীর মোশারফ হোসেন বলেন, আমরা খবর পেয়েছি পুকুরের পানিতে ডুবে দুইজন মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার আমাদের কাছে কোন অভিযোগ করেনি।