
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৪ মাস খনন কাজের পর গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ।
রোববার উপজেলার তারতাপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্যাস উত্তোলন প্রকল্পের সিমানার ভিতরে পাইপ থেকে পানি ও গ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে।
জানা গেছে ১৯৮০ সালে তারতাপাড়া এলাকায় প্রাথমিকভাবে গ্যাসের উপাত্ত পায় এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে অনুসন্ধান চালানোর চেষ্টা চালায় সর্বশেষ গত ২৪ জানুয়ারী/২০২৫ এ খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ।
২৬শ মিটার গভীরভাবে খনন কাজ শেষে শনিবার রাতে গ্যাসের মাধ্যমে আগুনের ফোল্কা ও পানি বের হচ্ছে শা শা শব্দে। কতঘনফুট গ্যাস উৎপন্ন হবে এবং জাতীয় গ্রীডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুফল পাবে তা পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বাপেক্স কর্তৃপক্ষ।
এ খবর পাওয়ার পর থেকে অন্যান্য উপজেলা সহ স্থানীয় লোকজন ভীড় করছে গ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য।
স্থানীয় কয়েকজন জানিয়েছেন এইখান থেকে গ্যাস উৎপন্ন হলে মাদারগঞ্জ তথা জামালুরবাসীর আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।
এ ব্যাপারে বাপেক্স গ্যাস অনুসন্ধান-১ এর পরিচালক মোজাম্মেল হক জানান গত ২৪ জানুয়ারী/২০২৫ গ্যাসের সন্ধানে কুপ খনন কাজ শুরু করি এবং গতরাতে পানির সাথে আগুন বের হওয়ায় আমরা বুঝতে পারছি যে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনা পরিক্ষার পর কি পরিমান বা কত ঘনফুট গ্যাস পাওয়া যাবে বিস্তারিত জানা যাবে।