
মোঃ কামাল উদ্দিন জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে জামালপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আরিফুল ইসলামের ওপর দুর্বৃত্তদের হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার তেঘরিয়া বাজার এলাকায় এ হামলার চেষ্টা চালানো হয়।
ঘটনার সূত্রপাত ঘটে একটি জমি সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে। উক্ত সংবাদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সরেজমিন সত্যতা যাচাই করে বক্তব্য প্রদান করেন। তবে সংবাদে প্রকাশিত বক্তব্য একটি পক্ষের বিপক্ষে যাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়।
এই ধরনের পোস্টের প্রতিবাদ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলাম। তার এই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে একদল ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তেঘরিয়া বাজারে আরিফুল ইসলামের ওপর সরাসরি হামলার চেষ্টা চালানো হয়।
ঘটনার পর আরিফুল ইসলাম মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন, যাদের পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




