
রৌমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলার সিএনজি এস্ট্যান্ড থেকে ২ যুবকে আটক করা হয়। রবিবার ২৫ মে ১২ টার দিকে উপজেলার সিএনজি এস্ট্যান্ড দিয়ে যাত্রী সেজে যাওয়ার সময় সিএনজির ড্রাইভারা ব্যাগ হাতে ধরতেই সন্দেহ করে এবং পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ এসে ব্যাগ তল্লাশি করে ১৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানায় নিয়ে যায়।
আটককৃত যুবকরা হলেন, নাগেশ্বরী থানার নীলুর গ্রামের খামার পাড়া কাশিরভিটার সায়েদ আলীর ছেলে রবিউল ইসলাম রবিন (২৬), ও একই ঠিকানার মকবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৩৬) দুই যুবক।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান,আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এদিকে, উপজেলার সিএনজি স্টেশনের লোকজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশকে ধন্যবাদ জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান তারা।