
আব্দুল্লাহ আল মামুন পিন্টু /টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে খন্দকার শরিফুজ্জামান রঞ্জু হত্যা মামলায় তালেব খাকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ভোরে ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর গোবাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তালেব খা বাসাইলের কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত সুমেজ খা’র ছেলে।
রোববার সন্ধ্যায় র্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৩ মার্চ ভোর রাতে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্র থেকে ছয় জনের একটি টিম অভিযুক্ত মনির হোসেনের (৫০) আবেদনক্রমে তার মাদকাসক্ত ছেলে ১নং আসামি মো. ফরিদকে (২৫) চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার জন্য তাদের বাড়ীতে যান। এ সময় মামলার অভিযুক্তরা এলোপাথারি মারপিট করে। এতে ভিকটিম খন্দকার শরিফুজ্জামান রঞ্জু গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ মার্চ রাতে রঞ্জুু মৃত্যুবরণ করেন। পর দিন নিহতের স্ত্রী মোছা. নুরী আক্তার বাদি হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে তালেব খাকে গ্রেপ্তার করা হয়। সকালে আসামীকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।