
স্টাফ রিপোর্টার.
মানিকগঞ্জের সিংগাইরে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকার মোঃ ঝুমুর উদ্দিনের ছেলে মোঃ লিটন মোল্লা(৩০)।
বুধবার (২১ মে) রাত সোয়া ১১ টার দিকে আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জে.ও.এম তৌফিক আজম এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জে.ও.এম তৌফিক আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ঢোনখালপাড় এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ লিটন মোল্লাকে গ্রেফতার করা হয়। এসময় তার দখল হতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপোর্দ করা হয়েছে।