
আব্দুল্লাহ আল মামুন পিন্টু /টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলাধীন কাঞ্চনপুর ইউনিয়নের কাজিরা পারা গ্রামে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। খবর পেয়ে বুধবার (১৫ মে) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত আইন২০২৩)এর ৭(ক)১৫ ধারায় ১টি মামলায় টাঙ্গাইল সদর থানার করিটিয়া গ্রামের মোঃ বোরহান খানের ছেলে মোঃ মিঠু খানকে ৮০,০০০/- জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ভেকু দিয়ে মাটি কেটে বিক্রয় করে আসছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটায় ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।