"আন্তর্জাতিক শ্রমিক দিবস ১মে" উদযাপন উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা শাখা এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করে।
সকাল ৭:৩০ মিনিটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকদের অংশগ্রহণে বেড়া সরকারি কলেজ মাঠ হতে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএনবি গোল চত্বরে এসে সমাপ্ত হয়। এরপর সকাল ৯:০০ টায় সিএনবি গোল চত্তরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা সভাপতি আবুজর গিফারী এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বেড়া প্রেসক্লাব সভাপতি ডাক্তার আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক, মুকাদ্দেছুর রহমান, সাইফুল ইসলাম ও পাবনা কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন সভাপতি ডাক্তার মনিরুজ্জামান। আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি খন্দকার আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিঠু, নির্বাহী পরিষদ সদস্য মোকাররম হোসেন সাগর, সানোয়ার হোসেন, পৌরসভার সভাপতি মোঃ নুরুন্নবী, পৌরসভা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, গাজিউর রহমান। এছাড়াও রিক্সা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন, তাঁত শ্রমিক ট্রেড ইউনিয়ন, দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন এর নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।