
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে ফ্রেশ অনন্যা “আমার রক্ষক আমি” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। Mgi গ্রুপ ও উইমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিস, বাংলাদেশ (WFWP) এবং GoGirl এর সহায়তায় ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন ছাত্রীকে নিয়ে এই সচেতনতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী জনগোষ্ঠীর নিত্যপ্রয়োজনীয় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা, সুরক্ষা, সামাজিক সম্মান ও আচরণ, মৌলিক ব্যাংকিং / আইনি অধিকার এর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, WFWP-এর সভাপতি মেহরীন মাহমুদ, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ম্যানেজার ইসরাত জাহান, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের প্রভাষক ও জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ ডঃ ইপশিতা ইব্রাহিম রিদিতা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও লেটস ওয়াক অ্যান্ড স্কুল অফ লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ অনুপম হোসেন।
অনুষ্ঠান শেষে বক্তারা জানায়, দেশের প্রতিটি জেলার নারী সম্প্রদায়কে তাদের নিজস্ব গৌরবে আলোকিত করার জন্য অনুপ্রাণিত করার একটি যাত্রা শুরু করেছি। যা পরবর্তীতে দেশের আরও প্রত্যন্ত অঞ্চলে অনুরূপ অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে আমাদের অনুপ্রাণিত করবে।