
মোঃ সৈয়দ আলম। উপজেলা সংবাদদাতা।
বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, দুঃস্থ পরিবার এবং উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থাসহ বিভিন্ন শ্রেণির মানুষের মাঝে মোট ২,৮৭,১৮২ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে।
আজ (রবিবার) সকাল ১১:৩০ টায় সেনা জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান প্রদান করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, জোনাল স্টাফ অফিসার।
প্রধান অতিথি বলেন, “আলীকদম সেনা জোন সবসময় অসহায়দের পাশে আছে এবং উন্নয়নমূলক কাজ ও চিকিৎসা সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রসঙ্গতঃ সেনা জোন কর্তৃক প্রতি মাসেই এ ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।