কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পর্শ হয়ে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। গতকাল ১৬ এপ্রিল বুধবার বিকাল ৪ টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাট কড়াইবাড়ি গ্রামে এঘটনাটি ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উঠানো মটরপাম্প সড়াতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে পড়ে পরিবারের লোকজন উদ্ধার করে রৌমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে অটোরিকশায় মুকুলের মৃত্যু হয়। সাটকড়াইবাড়ি গ্রামের মৃত্যু কাব্বাস আলীর ছেলে মুকুল মিয়া। এই মর্মান্তিক এঘটনায় ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।
এবিষয় রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযাগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ ক্রমে লাশ দাফন করার অনুমতি প্রধান করা হয়েছে বলে জানান।