
মোঃ সৈয়দ আলম। উপজেলা সংবাদদাতা।
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতম ধ্বংসযজ্ঞ ও ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টির প্রতিবাদে শুক্রবার বাদে জুম্মার নামাজের পর (১১ এপ্রিল) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মামুনুল রশিদ প্রেস খতিব গজালিয়া ইউনিয়ন জামে মসজিদ।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নুর হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়েত ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মহিউদ্দিন সুমন গজালিয়া ইউনিয়ন বিএনপি। আরো বক্তব্য রাখেন গজালিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ।
বক্তৃতারা আরো বলেন ইসরাইলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন।
সমাবেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ইসরাইল-বিরোধী নানা স্লোগানে গজালিয়া ইউনিয়নের সাধারণ মানুষরা মুখরিত হয়ে ওঠে।